আবারো নতুন রেকর্ড গড়েছে ক্রিপ্টোমুদ্রা বিটকয়েন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই মূল্যবৃদ্ধির যে ধারা শুরু হয়েছে, তা এখনো অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় স্থানীয় সময় রোববার (১৫ ডিসেম্বর) বিটকয়েনের দর কিছু সময়ের জন্য ১ লাখ ৬ হাজার ডলার ছাড়িয়ে যায়।
গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৬০তম জাতীয় নির্বাচনের পর এ নিয়ে ক্রিপ্টোমুদ্রাটির দাম ৫০ শতাংশের বেশি বেড়েছে। এই দৌড় কোথায় গিয়ে থামবে, সে কথা এখন কেউ ভাবতেও পারছেন না। গতকাল বিটকয়েনের দাম নতুন রেকর্ড গড়ার পর কিছুটা কমেছে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে এশিয়ার বাজারে বিটকয়েনের দাম ১ লাখ ৪ হাজার ৫০০ ডলারে নেমে যায়। খবর বিবিসির
রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হওয়ার পর বিটকয়েনের এমন মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে সবাই এখন কমবেশি অবগত। এর নেপথ্যে রয়েছে, বাইডেন প্রশাসনের তুলনায় জাতীয়তাবাদী ট্রাম্প অনেক বিটকয়েনবান্ধব। এমনকি তিনি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র হবে বিটকয়েনের রাজধানী, সেই সঙ্গে তার প্রশাসনে আছেন বিটকয়েনপ্রেমী ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক।
এর আগে, গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প নতুন এক ঘোষণা দিয়েছেন। সেটা হলো, যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল রিজার্ভের মতো ডিজিটাল মুদ্রার রিজার্ভ গড়ে তুলবেন তিনি।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

