AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অসহযোগ আন্দোলনের হুমকি ইমরান খানের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৪৮ এএম, ৭ ডিসেম্বর, ২০২৪
অসহযোগ আন্দোলনের হুমকি ইমরান খানের

পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সমাবেশকে কেন্দ্র করে দেশটির রাজধানী ইসলামাবাদে সহিংসতা ও প্রাণহানির ঘটনার কয়েক দিন পর অসহযোগ আন্দোলনের হুমকি দিয়েছেন দলটির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরান খান দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আগামী সপ্তাহে সমাবেশ করার ডাক দেওয়ার পাশাপাশি অসহযোগ আন্দোলন শুরু করার হুমকি দিয়েছেন।

রাজধানী ইসলামাবাদে পিটিআইয়ের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির ঘটনার কয়েক দিন পরই বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইমরান খান আগামী ১৩ ডিসেম্বর পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার নগরীতে দলীয় সমাবেশে যোগ দিতে সমর্থকদের আহ্বান জানিয়েছেন

পেশোয়ার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী। এ প্রদেশের ক্ষমতায় আছে ইমরান খানের দল পিটিআই।

গত ২৫ নভেম্বর ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশে সহিংসতায় অন্তত ১২ জন সমর্থক নিহত এবং গত বছরের ৯ মে দেশজুড়ে সহিংসতায় ৮ জন নিহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন ইমরান খান।

তাছাড়া গ্রেফতার হওয়া রাজনৈতিক নেতাকর্মীদেরও অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ইমরান খান বলেছেন, এ দুই দাবি পূরণ না হলে ১৪ ডিসেম্বর থেকে অসহযোগ আন্দোলন শুরু হবে এবং এর যেকোনো পরিণতির জন্য সরকার দায়ী থাকবে।

তবে পাকিস্তান সরকারের দাবি, গত ২৫ নভেম্বর পিটিআইয়ের বিক্ষোভের প্রাণহানি ঘটেনি। আর গত বছর ৯ মে ইমরান খানের সমর্থকরা সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল।

গত বছরের ৯ মের ওই সহিংসতার ঘটনায় একাধিক অভিযোগে বৃহস্পতিবার নতুন মামলায় ইমরান খানকে অভিযুক্ত করা হয়েছে। তবে ইমরান খান এ মামলায় দোষ অস্বীকার করেছেন।

২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব খোয়ানোর পর থেকে ইমরানের বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়েছে। কিছু মামলায় সাজা হওয়ার পর গত বছর থেকে তিনি কারাবন্দি।

 


একুশে সংবাদ/ এস কে

Link copied!