দখলদার ইসরায়েলের তেল আবিব শহরে অবস্থিত সামরিক সদর দফতর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ।
বুধবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, তারা ‘বিস্ফোরক ড্রোনের একটি স্কোয়াড্রন নিয়ে আকাশপথে আক্রমণ’ পরিচালনা করেছে, যেখানে ইসরায়েলের প্রধান প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো অবস্থিত।
অন্যদিকে ইসরায়েলি সামরিক মুখপাত্রের কার্যালয় জানিয়েছে, তারা হিজবুল্লাহর এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করবে না।
এ ছাড়া দুটি পৃথক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বুধবার জানিয়েছে, তারা লেবানন থেকে উৎক্ষেপণ করা দুটি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, যেগুলো হতাহত বা কোনো ক্ষতির কারণ হয়নি। তবে আক্রমণগুলো কোন স্থানে পরিচালিত হয়েছিল, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা শুরু করে। তাদের উদ্দেশ্য, মিত্র হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করা।
গত বছর থেকে শুরু হওয়া এই সংঘর্ষে লেবাননে ৩০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তবে বেশির ভাগই সেপ্টেম্বরে সংঘাত আরো তীব্র হওয়ার পর থেকে নিহত হয়েছে।
সূত্র: আল-জাজিরা, মিডল ইস্ট মনিটর
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

