বাজারে কৃত্রিম চাল, ডিম, পনিরের পর এবার নকল রসুনেরও খবর পাওয়া গেল। সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে এই রসুন। সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের অকোলা এলাকার এমন এক ঘটনা সামনে এসেছে।
দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সুভাষ প্যাটেল নামের সাবেক এক পুলিশ কর্মকর্তা সম্প্রতি নকল রসুনের বিষয়টি প্রথম সামনে আনেন। অকোলা এলাকার বাসিন্দা তিনি। সুভাষ জানান, রান্নার সময় তাঁর স্ত্রী রসুন কাটতে গিয়ে দেখেন কিছুতেই কোয়া আলাদা হচ্ছে না। এরপর ছুরি দিয়ে জোরে চাপ দিতেই একটি অংশ ভেঙে যায়। দেখা যায়, ভেতরটা পুরো সিমেন্ট।
এরপর ওই দম্পতি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সবাইকে এই সিমেন্টের রসুন কেনা থেকে সতর্ক করেন। ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এ ঘটনা সামনে আসার পর অকোলা বাজারে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। দাম বেশি হওয়ায় দোকানদার আসল রসুনের সঙ্গে সিমেন্টের রসুন মিশিয়ে দেন বলে জানা গেছে। সেখানে ৩০০ থেকে ৩৫০ রুপি কেজিতে বিক্রি হচ্ছে রসুন।
সূত্র: এনডিটিভি
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

