AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিয়ন্ত্রণ হারিয়ে ৭০০ ফুট খাদে ভারতীয় পর্যটক বাস, মৃত্যু ১৪


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:৪২ পিএম, ২৩ আগস্ট, ২০২৪
নিয়ন্ত্রণ হারিয়ে ৭০০ ফুট খাদে ভারতীয় পর্যটক বাস, মৃত্যু ১৪

নিয়ন্ত্রণ হারিয়ে নেপালের মারসাংদী নদীতে পড়েছে ভারতীয় পর্যটকদের একটি বাস। এতে নিহত হয়েছেন ১৪ জন, আহত হয়েছেন ২৬ জন পর্যটক। তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির রাজধানী কাঠমান্ডুতে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার (২৩ আগস্ট) সকালের এ ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় নেপালের পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। পরে উদ্ধার কাজ শুরু করেন তারা। দুর্ঘটনা কবলিত বাসটি চালক ও হেলপার ছাড়া ৪০ জন ভারতীয় পর্যটক নিয়ে তিনদিন আগে যাত্রা শুরু করে।

এ ঘটনায় হতাহত সব পর্যটক ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা। তারা শুক্রবার সকালে পোখরা থেকে কাঠমান্ডু যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। পরে রাস্তার পাশের প্রায় ৭০০ ফুট নিচ দিয়ে বয়ে যাওয়া মারসাংদী নদীতে পড়ে যায়।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে জানিয়েছে নেপাল সরকার ও পুলিশের একটি সূত্র। মরদেহগুলো ময়নাতদন্তের পর ভারতে ফেরানো হবে বলে নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়েছে। এদিকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়ে আহত ও নিহত পর্যটকদের পরিবারের সদস্যের সঙ্গে যোগাযোগ রাখছে উত্তরপ্রদেশের সরকার।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!