রাজশাহীর তানোরে নিখোঁজ শিশু সাজিদকে টানা ৩২ ঘণ্টার প্রচেষ্টার পর জীবিত উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ২ মিনিটে শিশুটিকে মাটির নিচে প্রায় ৪০ ফুট গভীর একটি গর্ত থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পর তাকে চিকিৎসার জন্য দ্রুত অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে।
সূত্র জানায়, উদ্ধারকারী দল রাত পৌনে ৯টার দিকে বালতি ব্যবহার করে গর্তের ভিতরে নামে।
ঘটনাটি ঘটে বুধবার দুপুরে, যখন সাজিদ খননকৃত গভীর নলকূপের জন্য তৈরি গর্তে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আরও ৮টি ইউনিট অভিযানকে সমর্থন দেয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

