জামালপুর জেলা কারাগারে থুথু ফেলার কারণে দুজন হাজতির মধ্যে সংঘর্ষে মো. হযরত (২৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জামালপুর জেলা কারাগারের লিপি রানী সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হযরত দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের মো. ইমান হোসেনের ছেলে। তিনি বকশীগঞ্জ থানার মামলার আসামি ছিলেন। সংঘর্ষের ঘটনায় অপর হাজতি মো. রহিদুর মিয়া (৪০) অভিযুক্ত, তিনি বকশীগঞ্জ উপজেলার কামালপুরের বালুরগাঁও গ্রামের মৃত ছামিউল হকের ছেলে।
কারাগার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হযরতের সঙ্গে রহিদুর মিয়ার মধ্যে কাশি ও থুথু ফেলা নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রহিদুর মিয়া কাঠ দিয়ে হযরতের মাথায় একাধিক আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে এবং পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লিপি রানী সাহা জানিয়েছেন, হযরতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপর হাজতি রহিদুর মিয়া জামালপুর কারাগারে রয়েছেন এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

