AB Bank
ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েলি হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:০২ পিএম, ২৮ জুন, ২০২৪
ইসরায়েলি হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হন ৫২ জন। এই নিয়ে গাজায় নিহতের সংখ্যা ৩৮ হাজার ছুঁইছুঁই।

এদিকে গাজায় ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার নিখোঁজ শিশুর লাশ রয়েছে বলে মন্তব্য করেছে ইউনিসেফ। এছাড়া সেখানে প্রতিদিন গড়ে ১০ জন শিশু পঙ্গু হয়ে যাচ্ছে বলে দাবি করেছে জাতিসংঘ।

আট মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় জর্জরিত গাজা। প্রতিদিনই হতাহত হচ্ছে শত শত মানুষ। স্বজনহারাদের কান্না আর দীর্ঘশ্বাসে ভারি হয়ে আছে গাজার বাতাস।

গাজায় যুদ্ধে শিশুদের অঙ্গহানির নতুন তথ্য দিয়েছেন জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি। তিনি বলেন, প্রতিদিন গড়ে ১০টি শিশুর অঙ্গহানি হচ্ছে। এই নৃশংস যুদ্ধের ২৬০ দিনে অন্তত দুই হাজার শিশু পঙ্গু হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে আহত শিশুদের অঙ্গচ্ছেদও করা হচ্ছে।

কখনও অ্যানেস্থেসিয়া ছাড়াই তাদের অস্ত্রোপচার করা হয়। এছাড়া সেভ দ্য চিলড্রেনের এক প্রতিবেদনে বলা হয়, গাজায় চলমান এই সহিংসতায় আনুমানিক ২১ হাজার শিশু নিখোঁজ আছে।

তাদের মধ্যে অন্তত ১৭ হাজার শিশু সঙ্গীহীন এবং প্রায় চার হাজার শিশু ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া হিসাব না জানা অনেক শিশুকে গণকবরও দেয়া হয়েছে।

 

একুশে সংবাদ/আ.টি/সা.আ

Link copied!