AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমেরিকায় ভারি বৃষ্টি, ৩০ জনের প্রাণহানি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:৫০ পিএম, ২২ জুন, ২০২৪

আমেরিকায় ভারি বৃষ্টি, ৩০ জনের প্রাণহানি

মধ্য আমেরিকার কয়েকটি দেশে ভারি বৃষ্টিপাত হয়েছে। এতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়।

শুক্রবার (২১ জুন) এই তথ্য জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তারা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ভারি বৃষ্টিপাতে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। অবিরাম বৃষ্টিতে নদী প্লাবিত হয়ে ভেসে গেছে জনপদ। কয়েকটি স্থানে ভূমিধসও হয়েছে। এতে অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে।

মধ্য আমেরিকার ঘনবসতিপূর্ণ দেশ সালভাদোরান। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১৯ জন। এদের মধ্যে ছয়টি শিশু রয়েছে। এছাড়াও ৩ হাজারের বেশি মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছেন।

এদিকে গুয়াতেমালার কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দেশটিতে ভারি বৃষ্টিপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় সেখানকার প্রায় ১১ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

প্রতিবেশী দেশ হন্ডুরাসে এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও সরিয়ে নেয়া হয়েছে ১ হাজার ২০০ জনের বেশি মানুষকে। বৃষ্টিতে দেশটির বিভিন্ন এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ধ্বংস হয়ে গেছে ২২টি বাড়ি।

মেক্সিকোর কর্তৃপক্ষ আগেই দেশটির অধিকাংশ অংশ জুড়ে ভারি বৃষ্টি এবং প্রশান্ত মহাসাগরীয় ও আটলান্টিক উপকূলের অংশ জুড়ে মুষলধারে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!