সৌর অনুসন্ধান স্যাটেলাইট চাইনিজ এইচ-আলফা সোলার এক্সপ্লোরার (চেইজ) ব্যবহার করে সৌর গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন চীনা বিজ্ঞানীরা। সাম্প্রতিক গবেষণায় সূর্যের বায়ুমণ্ডলীয় ঘূর্ণনের একটি নতুন বিন্যাসের দেখা পেয়েছেন তারা।
দলটি প্রথমবারের মতো সৌর বায়ুমণ্ডলীয় ঘূর্ণনের একটি সুনির্দিষ্ট ত্রিমাত্রিক নকশা তৈরি করেছে। বৃহস্পতিবার বিখ্যাত আন্তর্জাতিক জার্নাল নেচার অ্যাস্ট্রোনমিতে প্রকাশ হয়েছে এ গবেষণার বিস্তারিত। সূর্য নিয়ে গবেষণার জন্য চেইজ নামের স্যাটেলাইটটি ২০২১ সালে কক্ষপথে পাঠিয়েছিল চীন।
সাধারণত, গ্রহ-নক্ষত্রের মতো বড় গোলক যখন নিজের অক্ষে ঘোরে, তখন এর বায়ুমণ্ডল যত উপরে থাকবে, তত ধীরে ঘুরবে। গবেষণা দলটি আবিষ্কার করেছে, সূর্যের বায়ুমণ্ডলীয় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর নিজ অক্ষে ঘূর্ণনের গতিও বাড়ে। গবেষকরা বলেছেন, এতে স্পষ্ট যে, এখানে এমন একটি বাড়তি শক্তি কাজ করছে যা সূর্যের উপরের দিকের বায়ুমণ্ডলীয় স্তরটিকে জোরে ঘোরাচ্ছে।
গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে এ ফলাফল সূর্যের পৃষ্ঠতল প্রক্রিয়া এবং এর বায়ুমণ্ডলীয় গতিবিদ্যা সম্পর্কে আরও তথ্য দেবে। চেইজ স্যাটেলাইটটি সূর্যের দিকে মুখ করে স্থির অবস্থানে থেকে পৃথিবীর একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে।
একুশে সংবাদ/ই/ হা.কা
আপনার মতামত লিখুন :