বাস দুর্ঘটনায় সৌদি আরবে ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির উমলুস এবং আল ওয়াজ প্রদেশের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
বাসটিতে আরোহী যাত্রীদের সবাই সৌদি আরবের নাগরিক বলে জানা গেছে। বাংলাদেশের কোনো নাগরিক ছিল কিনা তা জানা যায়নি। বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিল সে সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি। খবর গালফ নিউজের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাস দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সৌদি সিভিল ডিফেন্স উদ্ধার অভিযান চালাচ্ছে।
কীভাবে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে সে সম্পর্কে কর্তৃপক্ষ কিছু জানায়নি। তবে বাস দুর্ঘটনার কারণ জানতে তারা তদন্তের কথা জানিয়েছে।
একুশে সংবাদ/ চ্যা.২৪/ এসএডি
আপনার মতামত লিখুন :