মাত্র ২২ মিনিটের ব্যবধানে জাপানে দু’বার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে দেশটির কুরলি দ্বীপে এই কম্পন অনুভূত হয়।
আনন্দবাজার পত্রিকার তথ্যমতে, ৬ দশমিক ৫ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ২২ মিনিট পর ফের ৫ মাত্রায় কেঁপে ওঠে দ্বীপটি। ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে অন্তত ১০ কিলোমিটার গভীরে।
জাপানের পূর্ব উপকূলে প্রশান্ত মহাসাগরের ওপর অবস্থিত কুরলি দ্বীপ। জাপানের মূল ভূখণ্ড থেকে যার দূরত্ব দেড় হাজার কিলোমিটারের বেশি।
একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

