ভারতীয় উপকূলে পর পর দুটি বাণিজ্যিক জাহাজে হামলা ঘটনায় আরব সাগরে তিনটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে নয়া দিল্লি। সোমবার (২৫ ডিসেম্বর) ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সম্ভাব্য হামলা মোকাবিলায় ইতিমধ্যেই তিনটি যুদ্ধজাহাজ আরব সাগরে পাঠানো হয়েছে। খবর এনডিটিভি
গত শনিবার লাইবেরিয়ার পতাকাবাহী এমভি চিম প্লুটো নামের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এ হামলা চালাতে পারে। এর আগে লোহিত সাগরে হুতি বিদ্রোহীরা বেশ কিছু জাহাজে হামলা চালায়।
এদিকে পেন্টাগনের একজন মুখপাত্র রোববার বলেন, এমভি চিম প্লুটো জাহাজে হামলা চালিয়েছে ইরান। তবে ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র বলেন, বাণিজ্যিক জাহাজে হামলার পর বিভিন্ন তদন্তকারী সংস্থা তদন্তে নেমেছে।
ওই মুখপাত্র আরও বলেন, মুম্বাইয়ে থাকা জাহাজটিতে পরিবদর্শনের জন্য এর ইনচার্জকে অনুমতি প্রদান করা হয়েছে। এছাড়া জাহাজটি থেকে পণ্য অন্য জাহাজে খালাস করার সময় আরও একাধিক তদন্ত করা হবে।
এমভি চিম প্লুটো সৌদি আরবের আল জুবেইল বন্দর থেকে ক্রুড অয়েল নিয়ে রওনা দেয়। পরে এটি ড্রোন হামলার শিকার হয়। তবে এতে কেউ আহত হয়নি। বাণিজ্যিক এই জাহাজটিতে ৩৫ জন ভারতীয় ক্রুও ছিল।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

