তাইওয়ানের পূর্ব উপকূলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় রোববার (২৪ ডিসেম্বর) সকালে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ভূতত্ত্ববিষয়ক সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সস (জিএফজেড)।
বিবৃতিতে বলা হয়েছে, সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে সাড়ে ১৬ কিলোমিটার গভীরে। তবে রাজধানী তাইপেতে এর কম্পন অনুভূত হয়নি। তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ার এটি ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত।
এর আগে গত ২৪ অক্টোবর তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল সমুদ্রে। তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টি হলের প্রায় ১২০ কিলোমিটার পূর্বে পৌনে ছয় কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

