চিড়িয়াখানায় বাঘের খাঁচায় পড়েছিল এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ। বুধবার কর্মীরা খাঁচাটি পরিষ্কার করার সময় মরদেহটি দেখতে পান। এমন ঘটনা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের শেরবাগ চিড়িয়াখানায়।
বার্তা সংস্থা এএফপি জানায়, চিড়িয়াখানার কর্মীরা বাঘের ওই মুখে মৃত ব্যক্তির জুতা দেখতে পান।
ভাওয়ালপুরের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জহির আনওয়ার বলেন, পরিষ্কার করার সময় কর্মীরা বাঘের মুখে জুতা দেখতে পান। পরে খোঁজাখুঁজির পর ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।
পাকিস্তানের কর্মকর্তারা প্রাণীটিকে বিগ ক্যাট বলে চিহ্নিত করেছেন। এটি মূলত বাঘ বা চিতাবাঘ দুটোকেই বুঝায়।
ভাওয়ালপুরের সরকারি কর্মকর্তা জহির জানান, মৃত ব্যক্তি পাগল হতে পারে। তা না হলে সে খাঁচার মধ্যে প্রবেশ করবে না।
এই কর্মকর্তা বলেন, খাঁচাটির পেছনে সিঁড়ি ছিল। হতে পারে সে ওই পাশ দিয়ে প্রবেশ করেছে। এ জন্য সব কর্মীকে জবাবদিহি করতে হবে।
ভাওয়ালপুরের আরেক সরকারি কর্মকর্তা জাফরুল্লাহ এএফপিকে বলেন, ভুক্তভোগীর পা ক্ষতবিক্ষত ছিল। তিনি কীভাবে খাঁচায় প্রবেশ করেছে তা তদন্ত করা হচ্ছে।
ভাওয়ালপুরের শেরবাগ চিড়িয়াখানাটি পাঞ্জাবের বন্যপ্রাণী বিভাগ দ্বারা পরিচালিত। এ নিয়ে পাঞ্জাব সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
একুশে সংবাদ/এএইচবি/এসআর
আপনার মতামত লিখুন :