AB Bank
ঢাকা শুক্রবার, ০১ মার্চ, ২০২৪, ১৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, নিহত ১৪


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৩৭ পিএম, ৫ ডিসেম্বর, ২০২৩
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, নিহত ১৪

থাইল্যান্ডে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ১৪ জন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় রাজ্য পারাচুপ খিরি খানে গতকাল মধ্য রাতে এ দুর্ঘটনা ঘটে। থাইল্যান্ডের রাজ্য পরিবহন কোম্পানি এ তথ্য জানায়। খবর এনডিটিভি

থাইল্যান্ডের রাষ্ট্রীয় মিডিয়া থাইপিবিএস এর খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর বাসটির সামনের অংশ দুই ভাগ হয়ে গেছে।

বাস দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্তের কথা জানিয়েছে পুলিশ।

এএফপি নিউজ এজেন্সিকে পুলিশ জানিয়েছে, চালক পর্যাপ্ত না ঘুমানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া যাত্রীদের মধ্যে কোনো বিদেশি পর্যটক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে থাইল্যান্ডে। দেশটিতে প্রতি বছর প্রায় ২০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়।

চলতি বছরের জুলাইয়ে থাইল্যান্ডের পাহাড়ি অঞ্চলে বাস দুর্ঘটনায় চারজন নিহত সহ আহত হয় ৩৪ জন। এছাড়া ২০১৪ সালে বাসা দুর্ঘটনায় প্রাণ হারায় ১৫ জন। যার অধিকাংশ ছিল স্কুল শিক্ষার্থী।

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

Link copied!