AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মায়া হরিণ উদ্ধার, অবমুক্ত সুন্দরবনে



শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মায়া হরিণ উদ্ধার, অবমুক্ত সুন্দরবনে

বাগেরহাটের শরণখোলার বকুলতলা গ্রামে পথ ভুলে লোকালয়ে ঢুকে পড়া একটি স্ত্রী মায়া হরিণ উদ্ধার করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ এবং স্থানীয় বিভিন্ন টিমের সদস্যরা।


শুক্রবার (৯ মে) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের আওতাধীন বকুলতলা গ্রামে হরিণটি দেখতে পান স্থানীয়রা। তারা সঙ্গে সঙ্গে বিষয়টি কর্তৃপক্ষকে জানালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ওয়াইল্ডলাইফ টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপের সদস্যরা।


শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, ভোলা নদী পেরিয়ে হরিণটি লোকালয়ে চলে আসে। স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগ দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে হরিণটিকে জীবিত উদ্ধার করে।


ওয়াইল্ড টিমের সদস্য মোঃ আলম হাওলাদার জানান, “খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই এবং হরিণটিকে নিরাপদে উদ্ধার করে শরণখোলা রেঞ্জের মাধ্যমে সুন্দরবনের গভীরে অবমুক্ত করি।” তিনি আরও জানান, উদ্ধার হওয়া হরিণটির ওজন প্রায় ৩০ কেজি।


বন বিভাগের কর্মকর্তারা জানান, স্থানীয়দের সচেতনতা ও দ্রুত পদক্ষেপের কারণে বন্যপ্রাণীটি নিরাপদে তার প্রাকৃতিক পরিবেশে ফিরে যেতে পেরেছে। এতে করে একটি বন্যপ্রাণী রক্ষা পেয়েছে এবং পরিবেশ সুরক্ষায় স্থানীয় জনগণের ভূমিকা আবারও প্রমাণিত হলো।


একুশে সংবাদ//র.ন

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!