AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ছাড়াল ৪১ ডিগ্রি



চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ছাড়াল ৪১ ডিগ্রি

চুয়াডাঙ্গায় গত দুদিন ধরে বয়ে চলা তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার (৯ মে) বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা এদিন দেশের মধ্যে অন্যতম সর্বোচ্চ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল মাত্র ২৪ শতাংশ। এর আগে বৃহস্পতিবারও জেলায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

তীব্র গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। রিকশাচালক হামিদুর রহমান জানান, “রোদে রিকশা চালাতে গিয়ে হাঁসফাঁস করছি। কিছুক্ষণ চালিয়ে আবার ছায়ায় গিয়ে বিশ্রাম নিতে হচ্ছে।”

পৌর শহরের মুদি দোকানি আলী হোসেন বলেন, “ফ্যান চালিয়েও যেন কিছুই কাজ করছে না। ছোট বাচ্চারা রাতে ঘুমাতে পারছে না। গরমে সবাই কষ্ট পাচ্ছে।”

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ কর্মকর্তা রকিবুল হাসান বলেন, “জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে আর্দ্রতা কম থাকায় গরম আরও বেশি অনুভূত হচ্ছে। এমন আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।”

চিকিৎসকরা বলছেন, এ ধরনের তাপপ্রবাহে হিটস্ট্রোকের আশঙ্কা বেড়ে যায়, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের ক্ষেত্রে। তারা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন এবং প্রচুর পানি পান ও হালকা খাবার গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন।

 

 

একুশে সংবাদ/চু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!