AB Bank
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হামলা-সংঘাতের মধ্যেই ইসরায়েল যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:৪২ এএম, ১১ অক্টোবর, ২০২৩
হামলা-সংঘাতের মধ্যেই ইসরায়েল যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিমান হামলা পঞ্চম দিনে অনেকটা কমে আসলেও গাজায় ইসরায়েলি বিমান হামলা এতটুকু কমেনি। বরং মাত্রা আরও বাড়িয়েছে নেতানিয়াহু সরকার। এই পরিস্থিতিতে আজ বুধবার (১১ অক্টোবর) ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিও মিলার মঙ্গলবার জানিয়েছেন, ইসরায়েলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সাক্ষাৎকারের পাশাপাশি ইসরায়েলিদের প্রতি সংহতি জানাবেন তিনি।

গত শনিবার পাঁচ হাজার রকেট ছোড়ার পাশাপাশি সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে পড়ে হামাসের হাজারো সশস্ত্র যোদ্ধা। তাদের হামলায় অন্তত ১ হাজারের বেশি ইসরায়েলি নিহত হন। অনেকে নিখোঁজ রয়েছেন। কয়েকজন সামরিক কর্মকর্তাসহ বেসামরিক নাগরিকদের ধরে গাজায় জিম্মি করেছে বলে দাবি করেছে উভয়পক্ষ।

হামাস হঠাৎ কেন এই হামলা চালালো বিষয়টি এখনও অস্পষ্ট। ফিলিস্তিনিদের ওপর বছরের পর বছর দমন-পীড়ন, হত্যা ও আগ্রাসনের প্রতিবাদেই এই হামলা বলে ধারণা করছেন বিশ্লেষকরা। মুখপাত্র মিলার বলেছেন, ‘তার এই সফর মূলত ইসরায়েলের প্রতি সংহতি ও সমর্থনের বহিঃপ্রকাশ। ইসরায়েলের নেতাদের কাছ থেকে সরাসরি তিনি শুনতে চান কেমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। তাদের কী কী প্রয়োজন এবং কীভাবে সহায়তা করা যেতে পারে।’

এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় এখন পর্যন্ত ৮৩০ ফিলিস্তিনি নিহতের দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ধারাবাহিক বোমা ছুড়তে থাকায় প্রায় ২ লাখ ফিলিস্তিনি বাস্তচ্যুতের কথা উল্লেখ করে মানবিক পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ।

একুশে সংবাদ/বিএইচ/এসআর

Link copied!