AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কানাডায় ভারতীয় হাইকমিশনের বাইরে শিখদের বিক্ষোভ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৫৫ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

কানাডায় ভারতীয় হাইকমিশনের বাইরে শিখদের বিক্ষোভ

শিখ কর্মী হত্যায় নয়াদিল্লী জড়িত রয়েছে এমন দাবির প্রেক্সিতে কানাডায় ভারতীয় হাইকমিশনের বাইরে শত শত শিখ বিক্ষোভকারী সমাবেশ করেছেন। প্রায় ২০০ জন বিক্ষোভকারী ভারতের কনস্যুলেটের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। মোদির সরকারকে নিন্দা জানাতে টরন্টো ছাড়াও অটোয়া এবং ভ্যাঙ্কুভারেও কয়েকশ লোক জড়ো হয়েছিল।

 

গত সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে বলেছিলেন, নয়াদিল্লী সম্ভবত শিখ নেতার হত্যার সাথে জড়িত ছিল, যা দুই দেশের মধ্যে বড় ধরণের কূটনৈতিক সঙ্কট সৃষ্টি করে।

 

গত জুন মাসে কানাডিয়ান নাগরিক হারদীপ সিং নিজ্জার হত্যার কথা উল্লেখ করে শিখ সম্প্রদায়ের সদস্য জো হোথা বলেছেন, আমরা পাঞ্জাবের বাড়িতে ফিরে যাওয়া নিরাপদ নই, কানাডাতেও আমরা নিরাপদ নই।

 

আরেক শিখ নেতা বলেছেন, ভারতীয়রা সন্ত্রাসী, তারা ভ্যাঙ্কুভারে আমাদের ভাইকে হত্যা করেছে। তাই আমরা ভারতীয় কনস্যুলেটের বাইরে প্রতিবাদ করছি।

 

প্রতিবাদকারীরা খালিস্তানের হলুদ পতাকা নিয়ে বিক্ষোভে জড়ো হয়েছিলেন। পাঞ্জাবের শিখরা ভারতের খালিস্তানে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্টার দাবি জানিয়ে আসছে অনেকদিন ধরেই।

 

একুশে সংবাদ/আ.ভ.প্র/জাহা

Shwapno
Link copied!