রাশিয়া অধিকৃত ক্রিমিয়া লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইউক্রেন। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্তত একটি রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌ সদর দফতরে আঘাত হেনেছে। এতে সদরদফতরে আগুন ধরে গেছে। খবর আল জাজিরার।
বিবিসির প্রতিবেদন মতে, শুক্রবার (২২ সেপ্টেম্বর) ক্রিমিয়া লক্ষ্য ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। হামলার পর বাহিনীর পক্ষ থেকে বলা হয়, সেবাস্তোপোলে একটি নৌঘাঁটিতে সফলভাবে হামলা চালিয়েছে তারা।
রাশিয়াও এই হামলার কথা স্বীকার করেছে এবং হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। রুশ কর্মকর্তারা বলেন, ক্রিমিয়া লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।
ক্রিমিয়ায় মস্কো নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, ক্রিমিয়া প্রজাতন্ত্রের ভূখণ্ডে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করে ধ্বংস করা হয়েছে। তবে কতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে তা উল্লেখ করেননি তিনি।
এদিকে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনীও। আল জাজিরার প্রতিবেদন মতে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরে খেরসনে রাশিয়ার গোলাবর্ষণে অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
একুশে সংবাদ/স.টি/না.স



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

