পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর একটি বহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত নয় সেনা নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন। সামরিক বাহিনী বলছে, নিরাপত্তা বাহিনী ওই অঞ্চল ঘিরে রেখেছে।
কোনো গোষ্ঠী বৃহস্পতিবারের এই হামলার দায় স্বীকার করেনি। হামলাটি ঘটে উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায়। আল জাজিরা।
সেনাবাহিনীর মিডিয়া উইং জানায়, মোটরসাইকেল নিয়ে এক আত্মঘাতী বোমারু এই হামলা চালায়। ঘটনাস্থলটি আফগানিস্তান সীমান্ত থেকে ৬১ কিলোমিটার দূরে।
পাকিস্তানের দুর্গম সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতার আস্তানা।
প্রাদেশিক মন্ত্রী ফিরোজ জামাল শাহ বার্তাসংস্থা এএফপিকে বলেন, আত্মঘাতী বোমারু একটি মোটরসাইকেল নিয়ে এসে নিরাপত্তা বাহিনীর বহরের ট্রাকে ধাক্কা দেয়।
পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল আফগানিস্তান সীমান্ত লাগোয়া। গত কয়েক বছরে এই অঞ্চলে হামলা বেড়েছে।
গেল মাসে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ৬০ জনেরও বেশি লোক নিহত হন।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :