লিঙ্গ পরিবর্তনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। এ সংক্রান্ত আইনটি বাতিল করেছে রুশ প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ফলে দাপ্তরিকভাবে ও চিকিৎসার মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করা যাবে না। খবর দ্য গার্ডিয়ানের।
নতুন এই আইনের বিলটি আগে রাশিয়ার পার্লামেন্টের দুই কক্ষেই পাশ হয়। পরে দেশের প্রেসিডেন্ট বিলটিতে সই করার পর তা আইনে পরিণত হয়।
এই আইন অনুসারে বিবাহিত কোনো দম্পতির যে কোনো একজন লিঙ্গ পরিবর্তন করলে, বিয়ে বাতিল হয়ে যাবে। এমনকি লিঙ্গ পরিবর্তনকারী ব্যক্তিরা পালক বা দত্তক পিতা-মাতা হতে পারবেন না।
প্রায় এক দশক আগে রাশিয়ায় এলজিবিটিকিউ+ (প্লাস) সম্প্রদায়ের ওপর কড়াকড়ি নীতি আরোপ করা হয়। তখন রুশ অর্থোডক্স চার্চের নীতি অনুসরণ করে ঐতিহ্যগত পারিবারিক মূল্যবোধ রক্ষার ওপর জোর ঘোষণা দেন প্রেসিডেন্ট পুতিন।
২০১৩ সালে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে সব ধরনের অপ্রচলিত যৌন সম্পর্কের প্রকাশ্য সমর্থন নিষিদ্ধ করে ক্রেমলিন নতুন আইন চালু করে। এরপর ২০২০ সালে সমলিঙ্গের বিয়ে নিষিদ্ধ করতে সাংবিধানিক সংশোধনের উদ্যোগ নেন পুতিন।
একুশে সংবাদ/স/এসএপি
আপনার মতামত লিখুন :