AB Bank
ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রে ৬ মাসে ৩৪১ বন্দুক হামলা; স্বাধীনতা দিবসের আগে নিহত ১০


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৩৫ পিএম, ৪ জুলাই, ২০২৩
যুক্তরাষ্ট্রে ৬ মাসে ৩৪১ বন্দুক হামলা; স্বাধীনতা দিবসের আগে নিহত ১০

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা ঘটনা বেড়েই চলছে। চলতি বছর প্রথম ছয় মাসে দেশটিতে অন্তত ৩৪১টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির ‘গান ভায়োলেন্স আর্কাইভ’।

 

এদিকে সোমবারও (৩ জুলাই) স্বাধীনতা দিবসের (৪ জুলাই) আগে দেশটির ফিলাডেলফিয়া, বাল্টিমোর ও ফোর্ট ওয়ার্থে বন্দুক হামলার ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।। এ ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

 

কিংসেসিং এলাকার কয়েকটি ব্লকে স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটের দিকে গুলির ঘটনা ঘটে।

 

স্বাধীনতা দিবসের ঠিক আগে ফিলাডেলফিয়ায় হামলাটি মেরিল্যান্ডের বাল্টিমোরে বন্দুক হামলায় ২ জন মারা যাওয়ার ঠিক একদিন পর ঘটেছে। ওই হামলায় আহত হয় ২৮ জন; যাদের প্রায় অর্ধেকই শিশু। পুলিশ এখনও সন্দেহভাজনকে ধরতে পারেনি।


ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার ড্যানিয়েল এম আউটল বলেন, ‘কিংসেসিং এলাকায় গুলির ঘটনার সন্দেহভাজনদের হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের একজনের বয়স ৪০। তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরেছিলেন; যার মধ্যে একাধিক ম্যাগাজিন ছিল। তার কাছ থেকে একটি এআর-স্টাইলের রাইফেল এবং একটি হ্যান্ডগান জব্দ করা হয়েছে।’

 

আটক দ্বিতীয় ব্যক্তির সম্পর্কে কিছু জানাননি আউটল। এর আগে পুলিশ জানায়, হামলায় ৮ জন আহত হয়েছেন।

 

আউটল বলেন, ‘হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আটকের আগে গুলি করে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত করেছেন বন্দুকধারীরা।’

 

তিনি বলেন, ‘কেন এমনটা ঘটল, তা সম্পর্কে আমাদের একেবারেই ধারণা নেই। ঈশ্বরকে ধন্যবাদ। আমাদের অফিসাররা ঘটনাস্থলে ছিল। এ কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে। গুলিবিদ্ধ দুই শিশুর অবস্থা স্থিতিশীল।’

 

তাৎক্ষণিকভাবে আটকদের বা গুলিবিদ্ধদের নাম প্রকাশ করা হয়নি। নিহত চারজনের মধ্যে তিনজনের বয়স ২০ থেকে ৫৯ বছরের মধ্যে। চতুর্থ ব্যক্তির বয়স জানা যায়নি।

 

বন্দুক সহিংসতা আর্কাইভ অনুসারে, চলতি বছরের এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৩৪০টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনা দেশটির জননিরাপত্তা ও অস্ত্র আইনকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

 

গত চারদিনে দেশটিতে বন্দুক হামলা হয়েছে ৬টি। এসব হামলায় প্রাণ হারিয়েছেন ৬ জন। জুন মাসে হয়েছে ৬৩টি হামলা। এ হিসাবে এ বছরের এখন পর্যন্ত দিনে গড়ে প্রায় ২টি করে বন্দুক হামলা হয়েছে যুক্তরাষ্ট্রে।  

 

একুশে সংবাদ/এসএপি

Link copied!