উত্তর আমেরিকার দেশ কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) কানাডার ম্যানিটোবা প্রদেশে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের পর প্রাণহানির এই ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত বাসটিতে থাকা আরোহীদের বেশিরভাগই ছিলেন বয়স্ক মানুষ। শুক্রবার (১৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, কানাডার ম্যানিটোবা প্রদেশে ট্রান্স-কানাডা হাইওয়েতে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বাসটির বেশিরভাগ যাত্রী বয়স্ক ব্যক্তি ছিলেন। তাদের বেশিরভাগই ডাউফিন, ম্যানিটোবা এবং আশপাশের এলাকার বাসিন্দা।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ বলেছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর একটি এয়ার অ্যাম্বুলেন্সসহ ১২টি অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়।
দুর্ঘটনার পর দুই চালকসহ কমপক্ষে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে কর্মকর্তারা জানান।
জন প্রুভেন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি হাইওয়ের পাশে খাদে একটি জ্বলন্ত গাড়ি দেখতে পান। ওই দৃশ্যকে ‘বেদনাদায়ক’ উল্লেখ করে তিনি বলেন, ‘এত বড় দুর্ঘটনা আমি কখনও দেখিনি।’
একুশে সংবাদ/সম
আপনার মতামত লিখুন :