মার্কিন জাতীয় নিরাপত্তা সম্প্রদায় সরকারের অতি স্পর্শকাতর গোপন নথি ফাঁস হওয়ার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে দেশটির কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্র থেকেই কেউ একজন এসব ফাঁস করেছে বলে মনে করছেন পশ্চিমা নিরাপত্তা বিশেষজ্ঞ ও মার্কিন কর্মকর্তা।
নথিগুলোতে ইউক্রেন যুদ্ধের পাশাপাশি চীন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মতো বিষয়গুলোর বিস্তৃতি থেকে ধারণা পাওয়া যাচ্ছে এগুলো কোনো আমেরিকানই ফাঁস করেছে, কোনো মিত্র দেশের কেউ নয়।
এ বিষয়ে পেন্টাগনের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা মাইকেল মুলরয় রয়টার্সকে বলেন, এই নথিগুলো শুধু যুক্তরাষ্ট্রের কাছেই আছে। এজন্য এটি দেশ থেকেই ফাঁস হয়েছে।
মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন রুশ পন্থি কেউ হয়ত এ কাজে জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে ওয়াশিংটনের রুশ দূতাবাস এবং ক্রেমলিন রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
রোববার এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, নথিগুলোর সত্যাসত্য যাচাই করে দেখছে তারা, এগুলোতে ‘স্পর্শকাতর ও অত্যন্ত গোপনীয় উপাদান’ থাকতে পারে। পেন্টাগন এই ইস্যুটিকে মার্কিন বিচার বিভাগের কাছে পাঠিয়েছে আর বিচার বিভাগ এ বিষয়ে একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে।
একুশে সংবাদ.কম/স.ট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :