AB Bank
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপনীয় গোয়েন্দা তথ্য ফাঁসের উৎস খুঁজছে যুক্তরাষ্ট্র


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:০৯ পিএম, ১০ এপ্রিল, ২০২৩
গোপনীয় গোয়েন্দা তথ্য ফাঁসের উৎস খুঁজছে যুক্তরাষ্ট্র

মার্কিন জাতীয় নিরাপত্তা সম্প্রদায় সরকারের অতি স্পর্শকাতর গোপন নথি ফাঁস হওয়ার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে দেশটির কর্মকর্তারা।

 

যুক্তরাষ্ট্র থেকেই কেউ একজন এসব ফাঁস করেছে বলে মনে করছেন পশ্চিমা নিরাপত্তা বিশেষজ্ঞ ও মার্কিন কর্মকর্তা।

 

নথিগুলোতে ইউক্রেন যুদ্ধের পাশাপাশি চীন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মতো বিষয়গুলোর বিস্তৃতি থেকে ধারণা পাওয়া যাচ্ছে এগুলো কোনো আমেরিকানই ফাঁস করেছে, কোনো মিত্র দেশের কেউ নয়।

 

এ বিষয়ে পেন্টাগনের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা মাইকেল মুলরয় রয়টার্সকে বলেন, এই নথিগুলো শুধু যুক্তরাষ্ট্রের কাছেই আছে। এজন্য এটি দেশ থেকেই ফাঁস হয়েছে।

 

মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন রুশ পন্থি কেউ হয়ত এ কাজে জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে ওয়াশিংটনের রুশ দূতাবাস এবং ক্রেমলিন রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

 

রোববার এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, নথিগুলোর সত্যাসত্য যাচাই করে দেখছে তারা, এগুলোতে ‘স্পর্শকাতর ও অত্যন্ত গোপনীয় উপাদান’ থাকতে পারে। পেন্টাগন এই ইস্যুটিকে মার্কিন বিচার বিভাগের কাছে পাঠিয়েছে আর বিচার বিভাগ এ বিষয়ে একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে।

 

একুশে সংবাদ.কম/স.ট.প্র/জাহাঙ্গীর

Link copied!