দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, জোহরের নামাজর সময় ওই হামলাকারী পুলিশের তল্লাশি চৌকি ফাঁকি দিয়ে মসজিদের সামনের কাতারে নামাজের জন্য দাঁড়ায়। এরপর বোমা বিস্ফোরণের মাধ্যমে নিজেকে উড়িয়ে দেয়।
পুলিশ জানিয়েছে, মসজিদের ইমাম সাহেবজাদা নূর উল আমিনও বিস্ফোরণে মারা গেছেন।
এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান (টিটিপি)।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মুহাম্মদ আজম খান এ ঘটনায় মঙ্গলবার একদিনের শোক ঘোষণা করেছেন। প্রদেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে মঙ্গলবার।
এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার পরই পেশোয়ারে যান। নগরীর লেডি রিডিং হাসপাতালে আহতদের দেখতে যান তিনি। তার সঙ্গে ছিলেন সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।
একুশে সংবাদ.কম/চ.ট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :