রোববার (২২ জানুয়ারি) সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর শেখ মাকসুদ জেলায় পাঁচ তলা ভবন ধসে পড়েছে। দেশটির রাষ্টীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে।
দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, পানি লিকেজ হয়ে যাওয়ায় ভবনটির ভিত্তি দুর্বল হয়ে গিয়েছিল।
ছয় বছর আগে রাশিয়া ও সিরিয়ার ব্যাপক বোমা হামলায় আলেপ্পোর নিয়ন্ত্রণ হারায় দেশটির বিদ্রোহীরা। হামলায় শহরটির অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়। গত কয়েক বছরে আলেপ্পোতে বেশ কিছু ভবন ধসে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, বাস্তুচ্যুত বহু সিরিয়ান নাগরিককে এক দশকেরও বেশি সময় ধরে চলা সংঘাতে আলেপ্পোর ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে স্থানান্তরিত করা হয়েছে। আবাসিক এলাকাগুলোর পুনর্গঠন যথাযথ প্রক্রিয়ায় হয়নি এবং সেখানে রাষ্ট্রীয় পরিষেবা ন্যূনতম রয়েছে বলে তাদের অভিযোগ।
যেসব জেলায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল, সেসব জেলার বাসিন্দাদের শাস্তি দেয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট বিভিন্ন সরকারি সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বলে বিরোধীরা অভিযোগ করেছে।
বাসিন্দারা বলছেন, অনেক ক্ষেত্রে যুদ্ধ-বিধ্বস্ত ভবন সংস্কারের কাজ করা হয় এবং স্থানীয় লোকজনকেও ক্ষতিপুরণ দেয়া হয়।
দেশটিতে জনগণের ভোগান্তি এবং পুনর্গঠনের কাজের ধীরগতির জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার যুদ্ধ এবং পশ্চিমা নিষেধাজ্ঞাকে দায়ী করে আসছে।
একুশে সংবাদ.কম/স.ট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :