ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর ভাইজি জামাই সাইফুল ইসলাম বাবু (৩৫) এবং ছাত্রলীগের সাবেক নেতা মোত্তাকি বিল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম বাবু স্থানীয় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। তিনি আমির হোসেন আমুর গ্রামের বাড়ির তত্ত্বাবধায়কের দায়িত্বও পালন করছিলেন। ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বাবুকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, একই দিনে নলছিটি উপজেলার ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি মোত্তাকি বিল্লাহকে (৪৫) গ্রেফতার করে পুলিশ। তিনি নলছিটি থানা সড়কের মৃত মাওলানা মোজাফফর হোসেনের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “মোত্তাকি বিল্লাহর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, দুই নেতার গ্রেফতারকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে