AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউক্রেনে উন্নত ট্যাংক পাঠাচ্ছে যুক্তরাজ্য, রাশিয়ার সতর্কতা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:৫৮ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৩

ইউক্রেনে উন্নত ট্যাংক পাঠাচ্ছে যুক্তরাজ্য, রাশিয়ার সতর্কতা

ইউক্রেনকে ১৪টি চ্যালেঞ্জার টু ট্যাংক পাঠাবেন বলে অঙ্গীকার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। পশ্চিমা বিশ্বের কোনো দেশ প্রথম এ ধরনের ভারী ট্যাংক ইউক্রেনকে সরবরাহ করতে যাচ্ছে।

 

এ ঘোষণার পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। সতর্ক করে বলেছে, যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত কেবল যুদ্ধকে ‘তীব্রতর’ করবে।

 

যুক্তরাজ্যের রুশ দূতাবাস থেকে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে এ ধরনের ট্যাংক নিয়ে আসা শত্রুতাকে আরো কাছের করে তোলা এবং যুুদ্ধকে তীব্রতর করা। এর ফলে বেসামরিক লোকজনসহ হতাহতের সংখ্যাই কেবল বাড়বে।

 

এর আগে, শনিবার (১৪ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে টেলিফোন আলাপে সুনাক বলেছেন, এই ট্যাংক সরবরাহ ইউক্রেনকে যুক্তরাজ্যের জোর সমর্থনের উচ্চাকাঙক্ষার স্মারক।

 

পরে জেলেনস্কি টুইটারে ব্রিটেনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই সিদ্ধান্ত যুদ্ধক্ষেত্রে কেবল আমাদের শক্তিই বাড়াবে তা নয়, অপর পক্ষকেও সঠিক বার্তা দেবে।

 

উল্লেখ্য, রুশ হামলা চালানোর পর ইউরোপীয় মিত্ররা কিয়েভকে এ পর্যন্ত ৩ শতাধিক উন্নত ট্যাংক সরবরাহ করেছে।

 

একুশে সংবাদ/য/এসএপি

Shwapno
Link copied!