AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে আজ সন্ধ্যায় শপথ নেবেন নতুন ৪৩ মন্ত্রী


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:৩৫ পিএম, ৭ জুলাই, ২০২১
ভারতে আজ সন্ধ্যায় শপথ নেবেন নতুন ৪৩ মন্ত্রী

ব্যাপক রদবদলের মুখোমুখি হচ্ছে ভারতের মন্ত্রিসভা।এনডিটিভির এক প্রতিবেদনে আজ বুধবার সন্ধ্যায় ৪৩ জন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেবেন বলে জানানো হয়েছে ।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনের পুনর্গঠনের অংশ হিসেবে ৪৩ নতুন মন্ত্রী বুধবার (৭ জুন) রাতেই শপথ নেবেন। করোনা সংকট মোকাবিলায় ব্যর্থতা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের বৃদ্ধিসহ বেশ কয়েকটি খাতে ব্যর্থতার পর সবকিছু ঢেলে সাজাচ্ছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনকে নতুন করে পুনর্গঠন করার চেষ্টার অংশ হিসেবে মন্ত্রিসভায় এই রদবদল হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

নতুন মন্ত্রিসভায় দেখা যাচ্ছে বেশ কয়েকজন নতুন মুখও । পুরনোদেরও করা হবে রদবদল। এমন খবর দিয়েছে দিল্লিভিত্তিক টেলিভিশন চ্যানেল এনডিটিভি।

বুধবার শপথ নিতে যাওয়া মন্ত্রিরা হলেন, নারায়ণ রানে, সর্বানন্দ সোনোওয়াল, ডা. বীরেন্দ্র কুমার, জয়শ্রী দত্ত এম সিন্দিয়া, রামচন্দ্র প্রসাদ সিং, অশ্বিনী বিশ্বনাও, পশুপতি পরস, কিরেন রিজিজু, রাজকুমার সিং, হারদ্বীপ সিং পুরি, মানসুখ মান্দাভিয়া, ভুপেন্দ্র যাদব, পুরুষোত্তম রুপালা, জি. কিশান রেড্ডি, আওরং শিং ঠাকুর, পঙ্কজ চৌধুরী, অনুপ্রিয়া সিং প্যাটেল, ডা. সত্যপাল সিং বাগাল, রাজিব চন্দ্র শেখর, শুভ্রা কারান্দলাজি, ভানু প্রতাপ সিং ভর্মা, দর্শনা ভিকরম জার্ডোশ, মিনাক্ষী লিখি, অন্নপূর্ণা দেবি, এ. নারায়ণ স্বামী, কুশাল কিশোর, অজয় ভাট, বি. এল. ভার্মা, অজয় কুমার, চৌহান দেবুসিং, কাপিল মেরসাওয়ার পাতিল, প্রতিমা ভৌমিক, ডা. সুবাস সরকার, ডা. ভগবতী কিশোর কারাদ, ডা. রাজকুমার রঞ্জন সিং, ডা. ভারতি প্রবীণ পাবর, বিশ্বওয়ার টিডু, শান্তানু ঠাকুর, ডা. মুঞ্জাপারা মাহেন্দ্রভাই, জন বার্লা, ডা. এল. মুরুগান, নশিথ প্রমাণিক।

মহামারি করোনাভাইরাস সংকট মোকাবিলা, পণ্যের দাম বৃদ্ধিসহ বিভিন্ন বিভাগে মোদি সরকার তীব্র সমালোচনার মুখে পড়েছে। এরই ধারাবাহিকতায় এই রদবদল হচ্ছে।

মন্ত্রিসভার রদবদলকে সামনে রেখে ইতিমধ্যে ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, স্বাস্থ্যপ্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে, শিক্ষামন্ত্রী পোখরিয়াল নিশাঙ্ক, শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার, আইন ও প্রযুক্তিমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এছাড়া পরিবেশমন্ত্রী প্রকাশ জাভেডেকারের পদত্যাগে সবাই অবাক হয়েছেন। কারণ তিনি সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এখনো নতুন মন্ত্রিদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে বুধবার তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে পারেন। দিল্লিভিত্তিক টেলিভিশন চ্যানেল এনডিটিভির খবরে বলা হয়েছে, এরইমধ্যে ডজনখানেক মন্ত্রী–প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আজ বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন একদল মন্ত্রী–প্রতিমন্ত্রী শপথ নেবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।

একুশে সংবাদ/জা/তাশা

Link copied!