পাকিস্তানে ফের উত্তেজনা বাড়ছে। কারাগারে থেকেও সরকারবিরোধী কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান। তিনি পবিত্র আশুরার পর দলীয় নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দলটির পক্ষ থেকে এই বার্তা প্রকাশ করা হয়। তাতে ইমরানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, শেহবাজ শরিফ সরকার একটি ভুয়া সংসদের মাধ্যমে সংবিধানের ২৭তম সংশোধনী আনার চেষ্টা করছে। ইমরান খান মনে করেন, এই সংশোধনী একনায়কতন্ত্র প্রতিষ্ঠার পথে আরেকটি ধাপ মাত্র।
ইমরান বলেন, "রাজতন্ত্র প্রতিষ্ঠার যে আয়োজন চলছে, তা সংবিধান সংশোধনের মোড়কে চালানো হচ্ছে। দেশে এখন যে পরিস্থিতি চলছে, তা সরাসরি একনায়কতন্ত্র। এই দাসত্ব মেনে নেওয়ার চেয়ে আমি কারাগারের অন্ধকারেই থাকতে রাজি।"
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ইঙ্গিত করে তিনি বলেন, "যখন একটি স্বৈরাচারী শক্তি ক্ষমতা দখল করে, তখন জনগণের ভোট আর মূল্যহীন হয়ে পড়ে।" ইমরান খান আরও দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সফরে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পরিবর্তে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎই প্রমাণ করে, কে প্রকৃত ক্ষমতার অধিকারী।
পিটিআই জানিয়েছে, আশুরা পার হলেই তারা দেশব্যাপী আন্দোলনে নামবে। দলটির শীর্ষ নেতারা বলেন, এই আন্দোলন হবে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি। তবে সরকার যদি বাধা দেয়, তা হলে শক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে দল।
একুশে সংবাদ/আ.ট/এ.জে