AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনের আগে বড় সাইবার হামলার আশঙ্কা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:১৬ পিএম, ১৯ আগস্ট, ২০২৫

নির্বাচনের আগে বড় সাইবার হামলার আশঙ্কা

নির্বাচনের আগে দেশের গুরুত্বপূর্ণ খাতে বড় ধরনের সাইবার হামলার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আর্থিক প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনারে তিনি এ শঙ্কার কথা জানান। ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, “নির্বাচনের পূর্বাভাস হিসেবে আর্থিক খাতসহ দেশের বিভিন্ন সেক্টরে বড় ধরনের সাইবার হামলার সম্ভাবনা রয়েছে। তাই আমাদের সবাইকে সাইবার নিরাপত্তা নিয়ে নতুনভাবে ভাবতে হবে।”

এদিকে, গত মাসে কেন্দ্রীয় ব্যাংকও দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের ওপর সাইবার হামলার সম্ভাবনার কারণে সতর্কতা জারি করেছিল। বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (আইসিটি) বিভাগের চিঠিতে বলা হয়, আগামী দিনে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, ব্যাংক, আর্থিক খাত, স্বাস্থ্যসেবা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে।

চিঠিতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রদানকারীদের দ্রুত কার্যকর সাইবার সুরক্ষা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে, যাতে ছোট ও মাঝারি ধরনের সম্ভাব্য হামলা প্রতিরোধ করা যায়।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!