AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এআইইউবি-কে হারিয়ে পিএমসিসি চ্যাম্পিয়ন শান্ত-মারিয়াম


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৫:৩২ পিএম, ৬ আগস্ট, ২০২৫

এআইইউবি-কে হারিয়ে পিএমসিসি চ্যাম্পিয়ন শান্ত-মারিয়াম

তরুণদের উদ্দীপনা, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ এবং ইস্পোর্টস সংস্কৃতির বিকাশকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হলো ‘পাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাব ((পিএমসিসি) ল্যান চ্যাম্পিয়নশিপ’।

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয় পর্যায়ের সবচেয়ে বড় গেমিং আয়োজন হিসেবে নজির গড়েছে।

সারা দেশের ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেয় ৬০০টিরও বেশি দল। অনলাইন রাউন্ডের বাছাই শেষে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় শীর্ষ ১৬টি দল, যারা অংশ নেয় ল্যান ভিত্তিক ফাইনাল রাউন্ডে।

চূড়ান্ত পর্বের ফাইনাল অনুষ্ঠিত হয় গত সোমবার (৪ আগস্ট) ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে। ঘণ্টার পর ঘণ্টা চলে কৌশল, মেধা ও সাহসের লড়াই।

জমকালো এই ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ‘পিএক্স ইস্পোর্টস’ দল।  দলটি একযোগে জিতে নেয় ২০২৫ সালের ‘পিএমসিসি ক্যাম্পাস ক্লাব চ্যাম্পিয়ন’ এবং ‘ইউনিভার্সিটি ক্ল্যাশ চ্যাম্পিয়ন’ শিরোপা।

বিজয়ী দলের হাতে ট্রফি এবং উভয় দলের হাতে ইনফিনিক্স স্মার্টফোন ও প্রিমিয়াম গেমিং গিয়ার তুলে দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড এবং ইনফিনিক্স বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইনফিনিক্সের একজন মুখপাত্র বলেন, “এটা কেবল একটি গেমিং টুর্নামেন্ট নয়, বরং তরুণদের আত্মপ্রকাশের একটি বড় প্ল্যাটফর্ম। আমরা দেখেছি, কীভাবে প্রতিটি ক্যাম্পাস থেকে তরুণরা উঠে এসেছে জাতীয় মঞ্চে।

পিএমসিসি-এর মাধ্যমে আমরা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছি—যেখানে গেমিং শুধুই বিনোদন নয়, এটি  হতে পারে নেতৃত্ব, উদ্ভাবন এবং ক্যারিয়ার গঠনের মাধ্যম।”

পুরো আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, গেমার, টেক ইনফ্লুয়েন্সার, ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর এবং মিডিয়া ব্যক্তিত্বরা।পিএমসিসি ল্যান চ্যাম্পিয়নশিপ কেবল একটি প্রতিযোগিতাই ছিল না, এটি পরিণত হয় এক দিনব্যাপী গেমিং-সংস্কৃতির উৎসবে। দেশের জনপ্রিয় টেক ইউটিউবার, গেমিং স্ট্রিমার ও ইনফ্লুয়েন্সাররা পুরো আয়োজনের উত্তেজনা অনলাইনে শেয়ার করেন হাজারো দর্শকের সঙ্গে।

ইনফিনিক্সের পিএমসিসি উদ্যোগ দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে গেমিংকে একটি সম্ভাবনাময় ক্যারিয়ার, কমিউনিটি গঠন ও সৃজনশীলতার ক্ষেত্র হিসেবে তুলে ধরেছে। প্রযুক্তি, উদ্ভাবন ও অনুপ্রেরণার মাধ্যমে বাংলাদেশের তরুণদের পাশে থাকার দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি নিয়ে এগোচ্ছে ইনফিনিক্স।

এই ল্যান চ্যাম্পিয়নশিপ ছিল বাংলাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ইনফিনিক্সের প্রথম বড় পরিসরের গেমিং আয়োজন, যা প্রমাণ করে যে ইনফিনিক্স তরুণদের প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে একটি নির্ভরযোগ্য সঙ্গী।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - তথ্য-প্রযুক্তি

Link copied!