AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জিমেইল সুরক্ষিত না,পড়তে পারেন বিপদে


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:৫৩ পিএম, ২২ নভেম্বর, ২০২০
জিমেইল সুরক্ষিত না,পড়তে পারেন বিপদে

হ্যাকারদের হাত থেকে জিমেইল সুরক্ষিত না রাখা গেলে অনেক বড় ধরনের বিপদে পড়তে পারেন ।তাই এই দিকে নজর দিতে হবে ।

জেনে নেয়া যাক কি ভাবে জিমেইল সুরক্ষিত রাখা যায়:

পাসওয়ার্ড যখন বদল করবেন, তখন খেয়াল রাখবেন যেন আগের পাসওয়ার্ড থেকে একেবারেই আলাদা হয়। 

নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে প্রতি মাসে আপনার মেইল আইডির পাসওয়ার্ড বদলানো জরুরি।

কমা, আপার কেস লেটার, সংখ্যা, লোয়ার কেস লেটার দিয়ে পাসওয়ার্ড তৈরি করুন। প্রতিবার যখন বদল করছেন পাসওয়ার্ড, তা যেন একেবারেই আলাদা হয়। আগের পাসওয়ার্ডের সঙ্গে তার যেন কোনো মিল না থাকে, সেটা খেয়াল রাখতে হবে।


মোবাইল দিয়ে কীভাবে বদলাবেন পাসওয়ার্ড :

ফোনে জিমেইল অ্যাপ খুলুন। তারপর সেটিংসে গিয়ে আপনার মেল আইডি প্রেস করুন।

ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ট্যাপ করুন।

এরপর সিকিউরিটি সেকশনে যান।


সাইনিং ইন টু গুগল অপশনে গিয়ে পাসওয়ার্ডে ট্যাপ করুন। এরপর আপনাকে অ্যাকাউন্ট সাইন ইন করতে বলা হবে।

সাইন ইন করার পর নতুন পাসওয়ার্ড লাগবে। তারপর ট্যাপ করে পাসওয়ার্ড বদলান।

ডেস্কটপ থেকে যেভাবে বদলাবেন জিমেইল পাসওয়ার্ড?

আপনার কম্পিউটারে জিমেইল অ্যাকাউন্টে ওপেন করুন। তারপর আপনার প্রোফাইলের উপর ক্লিক করুন। 

এর পর সার্কুলার আইকনে প্রেস করুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করুন।

সিকিউরিটি অপশনে গিয়ে গুগলে সাইন ইন করুন।

পাসওয়ার্ড নির্বাচন করুন। তারপর সাইন ইন করতে বলা হবে।

নতুন পাসওয়ার্ড দিন, তারপর পাসওয়ার্ড বদল করুন।

একুশে সংবাদ // এস. জ.ন 

Link copied!