এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১ জনে। একই সময়ে নতুন করে ৪৪৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন এবং চট্টগ্রাম বিভাগে ১ জন মারা গেছেন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে—মোট ৯৫ জন। এরপর ঢাকা বিভাগে ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮১ জন, খুলনা বিভাগে ৫৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৬ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে ৩৪ জন করে মোট ৬৮ জন ভর্তি হয়েছেন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৮ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ২ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়—মোট ৪৫ জন। বরিশাল বিভাগে মৃত্যু ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ৪ জন করে মোট ৮ জন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট দুইজন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু সংক্রমণ প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞরা এডিস মশা নিয়ন্ত্রণে ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ জোরদার করার পাশাপাশি জ্বর হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
একুশে সংবাদ/চ.ট/এ.জে