দেশে করোনাভাইরাস সংক্রমণের সাম্প্রতিক ঊর্ধ্বগতি থাকলেও গত ২৪ ঘণ্টায় এ রোগে নতুন করে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে এই সময়ের মধ্যে আরও ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বুধবার (২৫ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল (২৪ জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মোট ৪৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ২১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ২০ লাখ ৫২ হাজার ৪৪ জন। ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। আর ২০২০ সাল থেকে এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৫১৮ জন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

