গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে—১৩৪ জন। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৯ জন, ঢাকা উত্তর সিটিতে ৮ জন এবং খুলনায় ৮ জন। এছাড়া রাজশাহীতে ৫ জন, ময়মনসিংহে ৭ জন, রংপুরে ৩ জন এবং সিলেটে ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে ২২২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৫ হাজার ২৯৯ জন।
সরকারি হিসাব অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৮৮ জন। ভাইরাসটিতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩০ জন।
প্রসঙ্গত, ২০২৪ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। তার আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল এক হাজার ৭০৫ জন—যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

