AB Bank
ঢাকা শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন শিক্ষার্থী ভর্তি করতে পারবে না চার মেডিকেল কলেজ


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০২:২৬ পিএম, ৯ জানুয়ারি, ২০২৪
নতুন শিক্ষার্থী ভর্তি করতে পারবে না চার মেডিকেল কলেজ

২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে দেশের চারটি বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ভর্তি করতে পারবে না।

মঙ্গলবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মেডিকেল এডুকেশন) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিষেধাজ্ঞা পাওয়া মেডিকেল কলেজগুলো হলো- রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে অবস্থিত আইচি মেডিকেল কলেজ, ধানমন্ডির নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, রংপুরের নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ ও রাজশাহীর শাহ্ মখদুম মেডিকেল কলেজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসা শিক্ষা প্রদানে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নির্দেশনা না মানায় এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পেশাগত সনদ অনুমোদন বন্ধ রাখা হয়েছে। তাই দেশি ও বিদেশি শিক্ষার্থীদের এসব মেডিকেল কলেজে ভর্তি হতে নিষেধ করা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, বিগত পাঁচ বছরে বিভিন্ন অনিয়ম ও নীতিমালা বহির্ভূত কাজ করেছে অভিযুক্ত কলেজগুলো। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পেশাগত সনদ অনুমোদন বন্ধ রেখেছে বিএমডিসি। উল্লিখিত প্রতিষ্ঠানে ভর্তি হলে শিক্ষার্থীরা পরবর্তীতে পেশাগত কাজে যোগদানের ক্ষেত্রে জটিলতায় পড়তে পারেন। সেজন্য এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি ১০২টি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে মোট ১১ হাজার ৭২৮টি আসন রয়েছে। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজগুলোতে আছে ৫ হাজার ৩৮০টি আসন। আর বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আছে শিক্ষার্থীদের ৬ হাজার ৩৪৮টি আসন; যেখানে দেশি শিক্ষার্থীদের জন্য আছে ৩ হাজার ৬৫৭টি আসন এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৪৫ শতাংশ কোটা হিসেবে আছে ২ হাজার ৫৫১টি আসন।


একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

Link copied!