দেশের ২৮টি জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। সে কারণে আগাম সতর্কতা অবলম্বন করছে স্বাস্থ্য অধিদপ্তর। সেই ধারাবাহিকতায় রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে ১০ বেডের আইসোলেশন ওয়ার্ড এবং ১০টি আইসিইউ প্রস্তুত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শেখ দাউদ আদনান।
তিনি জানান, দেশে এই পর্যন্ত ২৮টি জেলায় নিপাহ ভাইরাস সংক্রমণের খবর আমরা পেয়েছি। এর মধ্যেই ভাইরাসটি এ বছর ৯ জনের দেহে শনাক্ত হয়েছে।
দাউদ আদনান বলেন, প্রথম আউটব্রেক থেকে যে জায়গাগুলোতে নিপাহ ভাইরাস পাওয়া গেছে, সবগুলো জেলাই আমাদের দৃষ্টিতে সন্দেহভাজন। কোনো একটি জেলায় একবার হয়েছে, সেটিও সংক্রমিত জেলা। এক জেলায় একবার হয়েছে মানে যে ওই জেলায় আর হবে না, এমন তো নয়।
জানা গেছে, ২০০১ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশের ২৮টি জেলায় নিপাহ ভাইরাস ছড়িয়েছে। তবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বলছে, দেশে এ যাবৎ ৩২টি জেলায় এই ভাইরাস সংক্রমিত হয়েছে।
একুশে সংবাদ.কম/ঢা/বি.এস
 
    
 
                        

 
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
