AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিগগিরই রোবটিক সার্জারি চালু করা হবে: বিএসএমএমইউ উপাচার্য


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:১৮ পিএম, ৫ নভেম্বর, ২০২২
শিগগিরই রোবটিক সার্জারি চালু করা হবে: বিএসএমএমইউ উপাচার্য

“আমাদের বিশ্ববিদ্যালয়ে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে রোবটিক সার্জারি চালুর কার্যক্রম চলমান আছে। শিগগিরই রোবটিক সার্জারি চালু করা হবে।”

 

শনিবার (৫ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পঞ্চম জাতীয় ল্যারিংগোলজি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এসব কথা বলেন।

 

উপাচার্য বলেন, “বিএসএমএমইউয়ে উন্নত সেবা নিশ্চিত করতে যা যা করণীয় তার সবকিছুই করা হবে। সুপার স্পেসালাইজস হাসপাতালে রোগীদের সুবিধার্থে বিশেষ বিশেষ সার্জারি এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই হাসপাতালের দরজা উন্মুক্ত রাখা হবে।”

 

তিনি বলেন, “সুন্দর কণ্ঠ মানুষকে সহজেই মুগ্ধ করে। বিএসএমএমইউতে স্বরযন্ত্রের সব ধরনের রোগের উন্নত চিকিৎসাসেবা আছে।”

 

ল্যারিংগোলোজি অ্যান্ড ভয়েস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদারের সভাপতিত্বে, নাক কান গলা বিভাগের অধ্যাপক ডা. এ এইচ এম জহিরুল হক সাচ্চুর সঞ্চালনায়, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএসএমএমইউ’র উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, অধ্যাপক ডা. এস এম খোরশেদ আলম মজুমদার প্রমুখ।

 

একুশে সংবাদ/প্রে.রি/পলাশ

Link copied!