AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২৪ ঘণ্টায় বাড়ল করোনায় শনাক্ত ও মৃত্যু


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৩৫ এএম, ৩ আগস্ট, ২০২২
২৪ ঘণ্টায় বাড়ল করোনায় শনাক্ত ও মৃত্যু

 

করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বিশ্বে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭২৮ জন আর নতুন করে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন। যা আগের দিনের চেয়ে বেশি।

 

বুধবার (৩ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, এখন পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫৮ কোটি ৩৬ লাখ ৮৭ হাজার ৭৩৪ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ২৩ হাজার ৬৭২ জন।

 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয় ১ লাখ ৬৭ হাজার ৬৭৮ জন আর মারা যায় ১০৯ জন। অন্যদিকে একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মারা গেছেন ৩৬৩ জন আর আক্রান্ত হয় ৬০ হাজার ৬৮৬ জন। প্রাণহাণির তালিকায় এর পরেই অবস্থান রয়েছে ব্রাজিল, ইতালি, জাপান, ফ্রান্স ও অস্ট্রেলিয়া।

 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

 

একুশে সংবাদ.কম/জা.হা

Link copied!