দেশজুড়ে শীতের আগমনী আমেজের বদলে বাড়ছে গরম ও শুষ্কতার দাপট। এমন আবহাওয়ার মধ্যেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট একটি লঘুচাপ এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি সতর্ক করেছে, লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, “সুস্পষ্ট লঘুচাপটি বুধবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে যেহেতু বর্তমানে মৌসুমি বায়ু বিদায় নিয়েছে, তাই সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।”
তিনি আরও জানান, নিম্নচাপটি কোন পথে অগ্রসর হতে পারে—সে বিষয়ে বুধবার (২২ অক্টোবর) নাগাদ স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে একই অঞ্চলে স্থির অবস্থান করছে।
আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

