AB Bank
  • ঢাকা
  • বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রেনের মধ্যে হার্ট অ্যাটাকে পরিচালকের মৃত্যু


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:২০ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৫

ট্রেনের মধ্যে হার্ট অ্যাটাকে পরিচালকের মৃত্যু

দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ ইফতেখারুল আরেফিন। এই নির্মাতা মঙ্গলবার ভোরে ট্রেনে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন। তিনি বিনোদন অঙ্গনে আরেফিন রূপম নামেই পরিচিত ছিলেন। তার বয়স হয়েছিল ৫০ বছর।শ্বশুরবাড়ি ঠাকুরগাঁওয়ে যাওয়ার পথে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ট্রেনের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই তথ্য নিশ্চিত করেছেন ছোট পর্দার পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফিরোজ খান ও এই প্রয়াত পরিচালকের সহকারী ইমরান হাওলাদার।

তিনি জানান, গতকাল মঙ্গলবার ভোরে ট্রেনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরেফিন রূপম।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই হার্ট ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন এই নির্মাতা। নিয়মিত চিকিৎসাও নিচ্ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হলো না। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

আরেফিন রূপমের পারিবারিক নাম ইফতেখারুল আরেফিন। ২০০০ সাল থেকে নিয়মিত নাটক ও বিজ্ঞাপন নির্মাতা হিসেবে কাজ শুরু করেন তিনি। ‘আজকের দেবদাস’, ‘রঙ্গিলা বাও’সহ একাধিক নাটক নির্মাণ করে প্রশংসা পেয়েছেন তিনি। তার নাটকে কাজ করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীসহ বহু অভিনয়শিল্পী।

প্রসঙ্গত, মৃত্যুর আগে ১৫ বছরের এক সন্তান ও স্ত্রী রেখে গেছেন আরেফিন রূপম। মঙ্গলবারই তাকে গ্রামের বাড়ি জয়পুরহাটে দাফন করা হয়েছে বলে জানান ফিরোজ খান।


একুশে সংবাদ/ এস কে

Link copied!