ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে এ ঘটনার কথা জানা যায়।
সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডন যাওয়ার প্রস্তুতির সময় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। কিছু সময় পর তাকে ছেড়ে দেওয়া হয়, এবং তিনি তার যাত্রা অব্যাহত রাখেন।
উল্লেখ্য, বিগত সময়ে আওয়ামী লীগের বিভিন্ন দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যেত চিত্রনায়িকা নিপুণকে। দলটির প্রচারণামূলক কার্যক্রমেও তার উপস্থিতি ছিল নিয়মিত। এছাড়াও, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে তার কার্যক্রমে রাজনৈতিক সংযোগের প্রভাব স্পষ্ট ছিল।
তবে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে নিপুণ শোবিজ অঙ্গনে বেশ আড়ালে চলে যান। এরপর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

