AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাগা-শোভিতার বিয়ের ভিডিও বিক্রি হচ্ছে ৫০ কোটিতে


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:৫৯ পিএম, ২৭ নভেম্বর, ২০২৪

নাগা-শোভিতার বিয়ের ভিডিও বিক্রি হচ্ছে ৫০ কোটিতে

দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ ডিসেম্বর শোভিতা ধূলিপালার সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়বেন নাগা। সেই বিয়ের মুহূর্ত ক্যামেরাবন্দি করে কোনো ওটিটি প্ল্যাটফর্মে দেখানোর কথা ভাবছে নাগার পরিবার। ইতোমধ্যেই তাদের কাছে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম থেকে প্রস্তাবও এসেছে বলে জানা গেছে।

সূত্রের খবর, সেই ওটিটি প্লাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে নেটফ্লিক্স। ১৯০টি দেশ থেকে স্ট্রিমিং করা যায় এই প্ল্যাটফর্মটি।

নাগা-শোভিতার বিয়েতে বলিউড, টালিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির বড় তারকারাও উপস্থিত থাকবেন। আর সেই উদযাপনে ক্যামেরাবন্দি করে তথ্যচিত্রের আকারে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে নাগার পরিবারের।

শোনা গেছে, ৫০ কোটি টাকায় নাকি শেষমেশ নেটফ্লিক্সের কাছে বিক্রি হয়েছে নাগা-শোভিতার বিয়ের স্বত্ব! এর আগে নাগার্জুন আক্কিনেনি কথা বলে রেখেছিলেন একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে। সেই তালিকায় ছিল নেটফ্লিক্সও। পরে নেটফ্লিক্সের কাছেই বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

নাগা চৈতন্য ও শোভিতার বিয়ে নিয়ে ইতোমধ্যেই অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। দক্ষিণী রীতি মেনেই শোভিতা ও নাগা চৈতন্যের বিয়ে হচ্ছে। ৪ ডিসেম্বরের জন্য একটু একটু করে সেজে উঠছে আক্কিনেনিদের অন্নপূর্ণা স্টুডিও, যেখানে বসবে তাদের বিয়ের আসর।

২০১৭ থেকে ২০২১ পর্যন্ত বিবাহিত ছিলেন অভিনেত্রী সামান্থা ও নাগা চৈতন্য। তার পরেই হঠাৎ ছন্দপতন। সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশ করেন শোভিতা। অতঃপর বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন নাগা ও সামান্থা।

 

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!