AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুগ্ধতা ছড়াচ্ছেন মেহজাবীন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:০১ পিএম, ১০ জুলাই, ২০২৪

মুগ্ধতা ছড়াচ্ছেন মেহজাবীন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবীন চৌধুরী। মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে নিজেকে ভিন্ন সাজে, অনন্য রূপে ধরা দেন অভিনেত্রী। এই মুহূর্তে অবসর কাটাতে মার্কিন মুলুকে অবস্থান করছেন অভিনেত্রী। দূরদেশে মেহজাবীন কেমন আছেন, তা সামাজিক মাধ্যমে জানিয়ে দিচ্ছেন নিয়মিত। সেখান থেকে বেশ কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগাভাগি করে নিলেন অভিনেত্রী।

বুধবার নিউইউর্কের ব্রুকফিল্ড প্যালেসে নিজেকে ধরা দেন মেহজাবীন। অভিনেত্রীর পরনে ছিল কালোর ওপর সাদা ডিজাইনের বডি কোন। সঙ্গে ভ্যানিটি ব্যাগ, হাতে সোনালী বেল্টের ঘড়ি; লো মেকআপ লুক, টানাটানা চোখে ক্যামেরায় পোজ; সঙ্গে আলতো হাসির মিষ্টি চাহনি যেন অনুরাগীদের মন জয় করতে যেন যথেষ্ট ছিল মেহজাবীনের জন্য।

May be an image of 1 person

সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়া এই ছবিগুলো দেখে ভক্ত অনুরাগীদের সাড়াও ছিল দেখার মত। তবে যুক্তরাষ্ট্র থেকে কবে ফিরবেন, তা এখনও জানাননি মেহজাবীন।

May be an image of 1 person and Times Square

মাঝে খানিকটা বিরতির পর ‘তিথিডোর’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে নাটকে ফিরেছেন মেহজাবীন। এছাড়াও তার ক্যারিয়ারে আছে অসংখ্য নাটক ও ওয়েব সিরিজ। বর্তমানে সিনেমাতেও নাম লিখিয়েছেন তিনি।

May be an image of 1 person and suit

উল্লেখ্য, মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে শোবিজে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।

May be an image of 2 people and overcoat

মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেহজাবীন পরিচিতি অর্জন করেন। এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক ‍‍`তুমি থাকো সিন্ধু পাড়ে‍‍`র মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!