AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মায়ের চরিত্রে জয়া আহসান


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:৪৬ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪
মায়ের চরিত্রে জয়া আহসান

দীর্ঘ ১০ বছর পর টালিউডে পরিচালনায় ফিরছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। বলিউডে ‘পিংক’, ‘লস্ট’, ‘কড়ক সিং’-এর পর বাংলায় মা-মেয়ের সম্পর্ক নিয়ে এ নির্মাতার আসন্ন সিনেমা ‘ডিয়ার মা’। এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।


অনিরুদ্ধ ‘ডিয়ার মা’ সিনেমার ঘোষণা গত বছরই দিয়েছিলেন। জয়া থাকছেন সে কথাও মোটামুটি জানা ছিল। এবার সিনেমার অন্যান্য কাস্ট ও গল্প প্রকাশ করলেন নির্মাতারা।

এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। জয়ার স্বামীর চরিত্রে অভিনয় করবেন চন্দন রায় সান্যাল। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন পশ্চিমবঙ্গের গুণী অভিনেতা শাশ্বত চট্টপাধ্যায়।

‘ডিয়ার মা‘ সিনেমায় ‘মা’ হয়ে পর্দায় হাজির হবেন জয়া। এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘এই গল্পটা আগে কখনও বলা হয়নি। তাই এটা পর্দায় বলা খুব জরুরি ছিল। এ ধরনের চরিত্রও আমি আগে করিনি। টোনিদা (অনিরুদ্ধ) সংবেদনশীলভাবে গল্প বলেন, যেটা আমার খুব ভালো লাগে।’

সিনেমা প্রসঙ্গে নির্মাতা জানান, রক্তের সম্পর্কের চেয়েও ভালোবাসার সম্পর্ক জোরালো হয়। মেয়েকে বড় করার মাধ্যমে মায়ের জীবনের উত্তরণ হয়। সে পরিপূর্ণ হয়। সিনেমায় বাবা-মা ও সন্তানের সম্পর্কের বিশেষ দিক উঠে আসবে পর্দায়।

তিনি আরও বলেন, কিছু গল্প আছে, যেগুলো নিজের ভাষাতে বলতে ইচ্ছা করে, তেমনই এক সিনেমা ‘ডিয়ার মা’।

পরিচালকের সঙ্গে ‘ডিয়ার মা’-এর গল্প লিখেছেন শাক্যজিৎ ভট্টাচার্য। মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে শুটিং। তবে তার আগে অভিনেতাদের নিয়ে ওয়ার্কশপ করছেন পরিচালক।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!