AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মারা গেলেন ‘ধুম’ সিনেমার পরিচালক


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:৪৮ পিএম, ১৯ নভেম্বর, ২০২৩

মারা গেলেন ‘ধুম’ সিনেমার পরিচালক

বলিউডের ‘ধুম’ সিরিজের সিনেমাগুলোর পরিচালক সঞ্জয় গাধভী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। এ নির্মাতার মৃত্যুর খবরে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১৯ নভেম্বর) সকালে হাঁটতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এ পরিচালক। সঞ্জয় গাধভীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রযোজক বনি কাপুর।

প্রয়াত নির্মাতার কন্যা সঞ্জনা গাধভী বলেন, রোববার সকাল সাড়ে নয়টার দিকে বাড়িতে মৃত্যু হয় বাবার। তার কিছুক্ষণ আগেও বুঝতে পারিনি। বাবার কোনো শারীরিক অসুস্থতা ছিল না। কী করে হঠাৎ সব হয়ে গেল বুঝতে পারছি না। সঞ্জয়ের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন পরিচালক কুণাল কোহলি, সঞ্জয় গুপ্ত-সহ অনেকে।

গুজরাটি পরিবারের জন্ম হলেও সঞ্জয়ের বেড়ে ওঠা মুম্বইয়ে। ২০০০ সালে অর্জুন রামপাল ও রাবিনা ট্যান্ডনকে নিয়ে ‘তেরে লিয়ে’ সিনেমা তৈরি করেছিলেন তিনি। কিন্তু অর্থের অভাবে সিনেমা মুক্তি পায়নি। এরপর যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘মেরে ইয়ার কি সাদি হে’ তৈরি করেন সঞ্জয়। সেটিই তার মুক্তি পাওয়া প্রথম সিনেমা। এরপর ‘ধুম’ সিনেমার দায়িত্ব পান সঞ্জয়। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল অভিষেক বচ্চন, জন আব্রাহাম, বিপাশা বসু, উদয় চোপড়া ও রিমি সেন অভিনীত ছবিটি। মুক্তি পাওয়ার পরই ছবি সুপারহিট। ‘ধুম-টু’তে আবার এই টিমের সঙ্গে যোগ দেন হৃতিক রোশন। এরপর ‘কিডন্যাপ’, ‘আজব গজব লাভ’র মতো সিনেমা তৈরি করেছেন সঞ্জয়। পরিচালকের শেষ সিনেমা ‘অপারেশন পারিন্দে’। তাতে প্রধান চরিত্রে ছিলেন অমিত সাধ।

 


একুশে সংবাদ/ম.জ.প্র/জাহা 

Link copied!