AB Bank
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তাহলে কি শিল্পা ও রাজ ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:৫২ এএম, ২১ অক্টোবর, ২০২৩
তাহলে কি শিল্পা ও রাজ ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন!

২০২১ সাল থেকেই বেশ চাপের মুখে আছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা। পর্নোগ্রাফিকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন।


জেলে থেকেছেন খুনি আসামিদের সঙ্গে। জামিনে মুক্তি পাওয়ার পর বেশ কিছু দিন লোকচক্ষুর আড়ালেই ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি একটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বলে জানিয়েছেন। সেই সিনেমার প্রথম ঝলকও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। আগামী নভেম্বরে সেই ছবি মুক্তি পাওয়ার কথা।

Shilpa Shetty wishes husband Raj Kundra on birthday: Cookie, you are a  complete package - India Today

কিন্তু এর আগে আগেই নিজের এক্স-এ (সাবেক টুইটার) সাংকেতিক বার্তা দিলেন রাজ। জানালেন বিচ্ছেদের কথা। যার সূত্র ধরে এরই মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এক্স-এ রাজ লিখেছেন, ‘আমাদের বিচ্ছেদ হয়েছে। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার অনুরোধ করছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের এ বার্তার পর প্রশ্ন উঠছে, কার সঙ্গে বিচ্ছেদ হওয়ার কথা জানিয়েছেন শিল্পার স্বামী? জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি শিল্পা এবং রাজের ১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি টানতে যাচ্ছেন! যদিও এ বিষয়ে রাজ স্পষ্ট করে কিছু বলেননি। মুখ বন্ধ রেখেছেন শিল্পাও। রাজের এই বার্তাকে গুরুত্ব দিতে রাজি নন শিল্পার অনুরাগীরা।

স্বামীকে কেড়ে নিয়েছেন, ঘর ভেঙেছেন শিল্পা‍‍`, দাবি রাজের প্রথম স্ত্রীর |  News in Bengali

তবে তিনি উল্লেখ করেননি শিল্পার নাম। অন্যদিকে এ নায়িকাও মুখে কুলুপ এঁটেছেন। জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি শিল্পা ও রাজের ১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি পড়তে চলছে!

 

রাজের আসন্ন ছবির নাম ‘ইউটি৬৯’। গল্পে রাজ হাজতবাস করা একজন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন। অনেকের ধারণা, সেই কারণেই বিচ্ছেদের কথা জানিয়েছেন রাজ।

 

প্রসঙ্গত, ২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হন রাজ। সেই সময় আর্থার রোড জেলে প্রায় দু’মাস কাটাতে হয়েছিল রাজকে। মনে করা হচ্ছে, তাঁর সেই হাজতবাসের অভিজ্ঞতাই ‘ইউটি৬৯’-এ তুলে ধরা হয়েছে। 

 

একুশে সংবাদ/জা.নি/না.ম

Link copied!