AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুরো সবুজ স্বস্তিকা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:৫৬ পিএম, ৪ আগস্ট, ২০২৩
পুরো সবুজ স্বস্তিকা

তিনি স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁকে দিয়ে সব সম্ভব। বলা উচিত, ফ্যাশন তথা স্টাইলের সংজ্ঞা পাল্টে ফেলেছেন তিনি। গতকাল, তাঁর একটি ছবি দিয়ে ফের চর্চায় তিনি। পুরো সবুজ স্বস্তিকা, আর তারপর…

 

পরনে সবুজ, চশমায় হালকা সবুজ, এমনকি ঠোঁটেও সবুজ, শুধু বাদ গিয়েছে চোখ। সবুজের ছোঁয়ায় তিনি একদম অনন্য। কিন্তু, সবুজে সবুজে একাকার স্বস্তিকা। সন্দেহের চোখে দেখলেন বেশিরভাগই। তাঁর ট্রেন্ডের চক্করে কমেন্ট বক্সে একটাই প্রশ্ন, আপনি তো পুরো জয় বাংলা! কী ব্যাপার? মাননীয়া ডাকলেন নাকি?


এদিকে, অভিনেত্রীর নতুন ফ্যাশন দেখে কেউ কেউ তাঁকে সবজি বাজারের সঙ্গেও টেনে নিলেন। কাঁচা লঙ্কা থেকে পালং শাক… সবকিছুর সঙ্গেই তুলনা টানলেন তাঁর। কিন্তু স্বস্তিকা! অভিনেত্রী নিজের ফ্যাশনকে নিয়ে বেজায় গর্বিত। তাই তো, তিনি নিজের প্রশংসা শুনে বললেন, “আমার মধ্যে যে আত্মবিশ্বাস আছে সেটি আর কারওর নেই”। আবার কাউকে উত্তর দিলেন, “আমার ঠোঁটের দিকে চেয়ে বেশি লাভ নেই।”

 

এখানেই শেষ না। বেশিরভাগ তাঁকে বিষাক্ত বলেও উল্লেখ করলেন। কারওর কাছে তিনি এই উপদেশ পেলেন, যেন এরপরের বার চোখেও সবুজ কিছু মিক্স করেন। তাহলেই আসল রূপ দেখা যাবে।

 

একুশে সংবাদ/স ক  

Link copied!